মিরসরাইয়ে মামাকে খুন করে নওগাঁয় পালিয়ে যায় ভাগিনা শাহিন

মিরসরাই প্রবাসী হারুন অর রশিদ (৪৫) হত্যা মামলার প্রধান আসামি ও নিহতের ভাগিনা শাহিন আলম (৩০) গ্রেপ্তার হয়েছেন।

শনিবার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে নওগাঁ জেলার পত্নীতলা থানার মহেশপুর কদমকুড়ি এলাকায় র‍্যাব-৭ ও র‍্যাব-৫ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

আজ (৫ অক্টোবর) দুপুরে র‍্যাব-৭ গণমাধ্যম শাখার সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফফর হোসেন জানান, ভাগিনা শাহীন আলম প্রবাসী মামা হারুন অর রশীদকে খুনের পর থেকে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শাহিনের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পরে তাকে মিরসরাই থানায় হস্তান্তর করা হয়।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান আলোকিত চট্টগ্রামকে বলেন, র‍্যাবের সহযোগিতায় হারুন হত্যা মামলার প্রধান আসামি শাহিন আলমকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার আসামিকে আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, তিন মাসের ছুটিতে হারুন অর রশীদ গত ৩০ এপ্রিল দেশে ফেরেন। গত ৯ জুলাই বিকেলে বোনের ঘরের পানি উঠানে পড়া নিয়ে ভাগিনা শাহিন আলমের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ভাগিনা শাহিন ও তার সহযোগীরা দেশি অস্ত্র ও লোহার রড দিয়ে হারুনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যান। স্থানীয়রা হারুনকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm