মঠ-মন্দিরে হামলার প্রতিবাদে মানববন্ধন

দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের বাড়িঘর ও মঠ-মন্দিরে হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বুধবার (১১ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে।

পৌরসভা চত্বরে কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি উদয় শংকর পাল মিঠুর সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট রনজিত দাশ।

আরও পড়ুন: কক্সবাজারে জেন্ডার সংবেদনশীল সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা, সহ-সভাপতি রতন দাশ, বিপুল সেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন, বিশ্বনাথ বন্দোপ্যাধায়, ডা. চন্দন কান্তি দাশ, পরিমল বড়ুয়া, স্বপন গুহ, বলরাম দাশ অনুপম, অ্যাডভোকেট বাপ্পি শর্মা, রুবেল শর্মা, সুজন শর্মা।

পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

কর্মসূচিতে পটুয়াখালী ও মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন স্থানে মঠ-মন্দির ও সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদ জানানো হয়। সেই সঙ্গে অবিলম্বে হামলা-ভাঙচুরে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।

বলরাম/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm