ব্রাজিল ঝড়ে উড়ে গেছে পেরু

কোপা আমেরিকায় ব্রাজিল ঝড়ে উড়ে গেছে পেরু। এ জয়ের মাধ্যমে নিজেদের দ্বিতীয় ও টানা নবম জয় তুলে নিল বর্তমান চ্যাম্পিয়নরা।

শুক্রবার কোপা আমেরিকার গ্রুপ ‘এ’-এর ম্যাচে ৪-০ গোলে জয়লাভ করে ব্রাজিল।

খেলার প্রথমার্ধে রিও ডি জেনেরিওর এস্তাদিয়ো অলিম্পিকো নিল্টন সান্তোসে ও অ্যালেক্স সান্দ্রোর গোলে এগিয়ে যায় ব্রাজিল। এরপর দ্বিতীয়ার্ধে আরও তিন গোল যোগ করেন নেইমার, এভারটন ও রিচার্লিসন।

আসরের উদ্বোধনী ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারিয়ে শুরুর অভিযান ভালোই শুরু করেছিল তিতের দল।

কোপা আমেরিকার দুই ম্যাচের দুটিতেই জয়লাভ করে গ্রুপের শীর্ষে রয়েছে স্বাগিতকরা। আসরে প্রথম ম্যাচ খেলতে নেমে হারের মুখ দেখা পেরু আছে পাঁচে।

আগামী ২৩ জুন নিজেদের তৃতীয় ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।

আলোাকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm