‘বুড়োর কাণ্ড’ ৩ বার হজ—১২ বছর সৌদি আরবে ছিলেন, ধরা খেলেন ২১ হাজার ইয়াবায়

জামাল হোসেন। ছিলেন সৌদি প্রবাসী। প্রবাস জীবনে দীর্ঘ ১২ বছর কাটিয়ে দেশে ফিরে আসেন। এর মধ্যে হজও পালন করেন তিনবার।

তবে সৌদি আরবের জামাল দেশে ফিরেই হয়ে যান ইয়াবা ব্যবসায়ী। সহযোগী হিসেবে নেন হাছান মুরাদকে। তবে শেষ পর্যন্ত সহযোগীসহ ২১ হাজার ইয়াবা নিয়ে ধরা পড়েছেন পুলিশের হাতে।

শুক্রবার (১৬ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে কোতোয়ালী থানার কেসিদে রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।

গ্রেফতার হওয়াদের মধ্যে জামাল হোসেন (৫৫) চন্দনাইশ বড়মা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম কেশুয়া এলাকার মো. নাগুমিয়ার ছেলে। আর হাছান মুরাদ (৩৫) একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব কেশুয়া এলাকার মৃত আলমনবীর ছেলে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দীন আলোকিত চট্টগ্রামকে বলেন, কোতোয়ালী থানা এলাকার কেসিদে রোডের এস আলম কাউন্টার এরিয়ায় অভিযান চালিয়ে ২১ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি (উত্তর) বিভাগ। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!