রাঙ্গুনিয়ায় ক্ষেত রক্ষা করতে গিয়ে প্রাণ হারাল কৃষক

সপ্তাহ পার না হতেই ফের রাঙ্গুনিয়ায় হাতির আক্রমণে লাশ হয়েছে আব্দুল আজিজ (৬৫) নামের এক কৃষক।

শুক্রবার (১ জুলাই) রাত ২টা-৩টার দিকে এ ঘটনা ঘটে। আবদুল আজিজ উপজেলার পদুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ত্রিপুরা সুন্দরী এলাকার পূর্বপারা গ্রামের মৃত গুরা মিয়ার ছেলে।

আরও পড়ুন: রাতের আঁধারে বন্য হাতি আছড়ে মারল কৃষককে

এর আগে গত ২৬ জুন (বুধবার) সন্ধ্যা ৭টায় একই ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের নারিশ্চা মোবারক টিলায় হাতির দল আক্রমণ করে। এতে উপজেলার শিলক ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া এলাকার বাসিন্দা মো. শাহ আলম (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়।

এদিকে আজ (শনিবার) সকালে খবর পেয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পুলিশ ঘটনাস্থল থেকে আব্দুল আজিজের লাশ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে নিজের ক্ষেত পাহারা দিতে পাহাড়ে যান আবদুল আজিজ। ভোর হলেও তিনি আর বাসায় ফেরেননি। শনিবার সকালে স্থানীয় কয়েকজন কৃষক ওই পাহাড়ের ক্ষেতে কাজ করতে গেলে আজিজের লাশ পড়ে থাকতে দেখেন। এসময় লাশের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।

স্থানীয়দের ধারণা, শুক্রবার রাতের কোনো এক সময় বন্য হাতির আক্রমণে আবদুল আজিজ প্রাণ হারান।

আরও পড়ুন: হঠাৎ গ্লাসের কাঁচ গলায় ঢুকে কৃষক লাশ

এ বিষয়ে রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মো. মাসুম কবির আলোকিত চট্টগ্রামকে বলেন, হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। কিছুদিন ধরে খাবারের খোঁজে বন্য হাতির দল লোকালয়ে ছুটে আসছে। সবাইকে সতর্ক থেকে চলাফেরা করার আহ্বাবান জানান তিনি।

যোগাযোগ করা হলে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুল্লাহ বলেন, উপজেলার পদুয়ায় বন্য হাতির আক্রমণে আবদুল আজিজ নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শুক্রবার রাতে নিজ ক্ষেত পাহারা দিতে গিয়ে বন্য হাতির আক্রমণের শিকার হন আবদুল আজিজ। আজ (শনিবার) সকালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

এমএম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm