জহুর হকার্স মার্কেটের সামনে প্রাণ গেল চট্টগ্রাম কারাগারের পরিচ্ছন্নকর্মীর

নগরে সড়ক দুর্ঘটনায় মো. তাজুল ইসলাম (৪০) নামে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের এক পরিছন্নকর্মীর নিহত হয়েছে।

রোববার (১৫ মে) বিকাল ৫টার দিকে কোতোয়ালী থানা এলাকার জহুর হকার্স মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো.তাজুল ইসলাম পাথরঘাটা ৪ নম্বর গলি ফারুক সাহেবের বাড়ির মৃত মলু মুন্সির ছেলে।

আরও পড়ুন: কলেজছাত্রকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন যুবক

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তাজুল ইসলাম চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে একজন পরিছন্নকর্মী হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো কাজে শেষে বাসায় ফেরার পথে জহুর হকার্স মার্কেটের সামনে পৌঁছালে ৩ নম্বর রুটের সিটি বাস তাজুলকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান জানান, বিকালে তাজুল ইসলাম নামে একজনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে।

এএইচ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm