পাইপে জমে থাকা গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল রিপনের

সীতাকুণ্ডে সাগর উপকূলের একটি শিপইয়ার্ডে পাইপে জমে থাকা গ্যাস বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম রিপন চাকমা (৩০)।

শনিবার (১৯ জুন) দুপুর ২টার দিকে উপজেলার মাদামবিবিরহাট এলাকায় এসএন কর্পোরেশন নামের শিপইয়ার্ডে স্ক্র্যাপ জাহাজে লোহা কাটার সময় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন তিন জন । তারা হলেন-  মিন্টু (৪২) রকেট (২৪) ও মো. সোহেল (৩০) ।  আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম আজাদ বলেন, মাদামবিবিরহাট সাগর পাড়ে অবস্থিত এসএন কর্পোরেশন শিপইয়ার্ডে লোহা কাটার সময় গ্যাস বিস্ফোরণ হয়। এ সময় চার শ্রমিক আহত হন। আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে এক শ্রমিক মারা যান।

সালাউদ্দিন/ডিসি

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!