দেখা গেছে ঈদের চাঁদ

দেশের আকাশে দেখা গেছে ঈদের চাঁদ। শুক্রবার (১৪ মে) উদযাপিত হবে ইসলাম ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

খুলনার আকাশে বৃহস্পতিবার (১৩ মে) সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে।

করোনার কারণে ঈদগাহের পরিবর্তে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হওয়ায় বিভিন্ন মসজিদে ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঈদের নামাজ স্বাস্থ্যবিধি মেনে আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকে।

এদিকে ঈদের দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm