ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে নগর পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আবুল কাশেম ভূঁইয়াকে পদায়ন করা হয়েছে।
বুধবার (২৫ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর এ আদেশ দেন।
আরও পড়ুন: সিএমপিতে ‘শূন্যের কোটায়’ যাচ্ছে চাটগাঁইয়ারা—আতঙ্ক ‘খেদাও’ মিশনের
সর্বশেষ ১৮ মে সিএমপি কমিশনার স্বাক্ষরিত এক আদেশে তাঁকে পাঁচলাইশ থানার থেকে সরিয়ে সিটিএসবিতে বদলি করা হয়। এর আগে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছিলেন আবুল কাশেম ভুঁইয়া।
এছাড়া ১৯ আগস্ট ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীনকে বদলি করা হয় খুলনা রেঞ্জে। পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ড. মঈনুর রহমান চৌধুরীর এ আদেশ দেন।
আলোকিত চট্টগ্রাম