চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, টিকাপ্রাপ্তির ক্ষেত্রে সরকার ১৮ বছর বয়সসীমা নির্ধারণ করেছিল। কিন্তু ১৮ বছর বয়সের অনেকেরই জাতীয় পরিচয়পত্র নেই। এমন অবস্থায় টিকাপ্রাপ্তির ক্ষেত্রে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। তাই বিশৃঙ্খলা এড়াতে সরকার ২৫ বছর বয়সসীমা নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে।
শুক্রবার (৬ আগস্ট) দুপুরে নগরের শেরশাহ কলোনী ফকিরপাড়া রেনেসাঁ সংঘ এলাকায় নাসিরাবাদ স্টুডেন্টস ফোরামের উদ্যোগে করোনা ভ্যাকসিন ফ্রি রেজিস্ট্রেশন পয়েন্ট চালু ও ১০০ রিকশাচালককে রেইনকোট প্রদান করা হয়। এ কর্মসূচিতে প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন।
চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্র-ছাত্রী সংসদের সাবেক এজিএস তানভীর হোসেনের ব্যবস্থাপনায় কর্মসূচিতে জালালাবাদ ওয়ার্ড কাউন্সিলর শাহেদ ইকবাল বাবু, বায়েজিদ থানা আওয়ামী লীগের সহসভাপতি আবদুন নবী লেদু, জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক ইয়াকুব চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস বাপ্পী, তথ্য ও গবেষণা সম্পাদক মাসুদ আলম, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সংগঠক মো. সালাউদ্দিন, পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রলীগের সাবেক সভাপতি ইমরান, সাধারণ সম্পাদক সাহেদুল আলম শিবলু প্রমুখ বক্তব্য রাখেন।
উদ্বোধনী দিনে রেজিস্ট্রেশন পয়েন্টে প্রায় ৩ শতাধিক মানুষ নিবন্ধন করিয়েছেন।
আলোকিত চট্টগ্রাম