ধরা খেল চকবাজারের কুটুমবাড়ি, পার পেল না কেনটাকী রেস্টুরেন্টও

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি করায় কুটুমবাড়িসহ চার রেস্টুরেন্টকে মামলাসহ জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকালে নগরের চকবাজার ও পাঁচলাইশ এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

আরও পড়ুন: টিকা সনদ না দেখেই খাবার পরিবেশন—সুলতান ডাইনসহ ৬ রেস্টুরেন্টকে জরিমানা

চসিক জানায়, অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশের জন্য চকবাজারের কুটুমবাড়ী রেস্টুরেন্টকে ৭০ হাজার টাকা, চট্টগ্রাম মেডিকেলের পূর্ব গেইটের কেনটাকী রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা, ঝাল বিতানকে ২৫ হাজার টাকা, চমেক তৃতীয় শ্রেণির স্টাফ ক্যান্টিনকে ৪৫ হাজার টাকা ও ডিলাক্স বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে একই অভিযানে নির্দেশনার পরও বাংলায় সাইনবোর্ড না লেখায় পাঁচলাইশ আবাসিক এলাকার ইউনি কেয়ার হেলথ সেন্টারকে ৫ হাজার টাকা এবং রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা করার অপরাধে ৪ দোকান মালিককে ৪ হাজার টাকাসহ ১ লাখ ৯৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা করে।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!