চট্টগ্রামের রাউজান উপজেলায় গাছে উঠে আমড়া পাড়তে গিয়ে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ৭টার দিকে রাউজান পাহাড়তলী এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ব্যক্তির নাম আহম্মদ উল্লাহ (৪০)। তিনি শেখ পাড়া আব্বাস আলী চৌধুরী বাড়ির জমির হোসেন চৌধুরীর ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ (বৃহস্পতিবার) সকালে আমড়া পাড়ার জন্য গাছে ওঠেন আহম্ম উল্লা। হঠাৎ গাছ থেকে নিচে পড়ে বাউন্ডারি ওয়ালের সাথে মাথায় ধাক্কা লাগলে গুরুতর আহত হন। পরে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শীলাব্রত বড়ুয়া আলোকিত চট্টগ্রামকে জানান, রাউজানে গাছ থেকে পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
এএইচ/আরবি