নিখোঁজের ৪ দিন পর ভেসে উঠল শ্রমিকের মরদেহ

মিরসরাই অর্থনৈতিক অঞ্চল এলাকায় বুধবার (৭ জুলাই) বন্ধুদের সঙ্গে সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন শ্রমিক মো. হাফিজুর (২৪)।

চারদিন পর শনিবার বিকেল ৩টায় মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের ২ নম্বর স্লুইচ গেটের পাশে হাফিজুরের মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা দেখে মিরসরাই থানা পুলিশকে খবর দেয়।

হাফিজুর খুলনা জেলার তেরখাদা থানার হাড়িখালি এলাকার এহতেশামের ছেলে।

জানা গেছে, অর্থনৈতিক অঞ্চলের চায়না প্রজেক্টে কাজ করা মো. হাফিজুর (২৪) বুধবার দুপুরে বন্ধুদের সঙ্গে সাগরে মাছ ধরতে যান। এ সময় বড় ঢেউয়ে মো. হাফিজুর সাগরের পানিতে ডুবে যান। খবর পেয়ে ঘটনাস্থলে মিরসরাই ফায়ার সার্ভিস ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং কোস্টগার্ডের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। কিন্তু সমুদ্র উত্তাল থাকায় তাকে খুঁজে পাওয়া যায়নি।

অর্থনৈতিক অঞ্চলে দায়িত্বে থাকা আনসার কমান্ডার জাহাঙ্গীর হোসেন বলেন, হাফিজুরের মরদেহ বিকাল ৩টায় বেড়িবাঁধের ২ নম্বর স্লুইচ গেট এলাকায় ভেসে উঠে। হাফিজুরের বন্ধুরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করে। এছাড়া নিখোঁজের সময় তার সঙ্গে থাকা ব্যাগটিও শরীরের বাধা ছিল।

বিষয়টি নিশ্চিত করে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান বলেন, হাফিজুরের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

আজিজ/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!