বায়েজিদে নির্মাণাধীন ভবনের গর্তে নিরাপত্তা প্রহরীর লাশ

নগরের বায়েজিদে নির্মাণাধীন একটি ভবনের নিচতলার গর্ত থেকে মো. জহিরুল ইসলাম (৭৫) নামে এক নিরাপত্তা প্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। জহিরুল চকরিয়া থানার হারবাং এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেল ৩টার দিকে স্টার হাউজিং আবাসিক এলাকার হাজী আবু জাফর টাওয়ার থেকে তার লাশ উদ্ধার করে বায়েজিদ থানা পুলিশ।

জানা যায়, নিহত জহিরুল ইসলাম স্টার হাউজিং আবাসিক এলাকার একজন নিরাপত্তা প্রহরী। সকাল থেকে তার দেখা না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করে। পরে স্টার হাউজিং আবাসিক এলাকার নির্মাণাধীন হাজী আবু জাফর টাওয়ারের নিচতলায় পানি জমে থাকা একটি গর্ত থেকে তার লাশ উদ্ধার করা হয়। তবে এখনও তার মৃত্যুর কারণ জানা যায়নি।

এ ব্যাপারে নিহতের ছেলে বাদী হয়ে অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করে বায়েজিদ থানায় একটি মামলা দায়ের করেছেন।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, জহিরুল ইসলাম নামে এক বৃদ্ধের লাশ নির্মাণাধীন একটি ভবনের নিচতলা থেকে উদ্ধার করা হয়েছে। এখনও মৃত্যুর কারণ জানা যায়নি। এ ব্যাপারে নিহতের ছেলে একটি মামলা দায়ের করেছেন।

সিএম/জেডএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!