‘বিয়ে পণ্ড’—ম্যাজিস্ট্রেট গিয়ে দেখলেন শত মানুষের রান্না, কনের কাঁধে উঠল অর্থদণ্ড

দুপুর তখন দেড়টা। বিয়েবাড়িতে একশ অতিথিকে আপ্যায়নের আয়োজন শেষ। চলছে বরপক্ষের অপেক্ষা।

‘অতিথি’ আসলেন। তবে বরপক্ষের অতিথিরা নন। এলেন ভ্রাম্যমাণ আদালত। লকডাউনের মধ্যেই বিয়ের আয়োজন করায় কনেপক্ষকে জরিমানার দণ্ড ‘উপহার’ দিলেন ম্যাজিস্ট্রেট!

ঘটনাটি হাটহাজারীর। ঘটেছে বৃহস্পতিবার (৮ জুলাই)। উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের যুগীরহাট সংলগ্ন শামছু পুকুরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্যাহ। এসময় ভ্রাম্যমাণ আদালত কনেপক্ষকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ বলেন, চিকনদণ্ডী ইউনিয়নের যুগীরহাট এলাকায় বাসার ছাদে প্যান্ডেল তৈরি করে একশ জনের বেশি অতিথির জন্য প্রীতিভোজের আয়োজন করে কনেপক্ষ। বরপক্ষ আসার আগেই সেখানে অভিযান চালিয়ে সরকার ঘোষিত বিধিনিষেধ অমান্য করার দায়ে কনেপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এমএ/জেডএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!