উখিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আটক করা হয়েছে ৩ জনকে।
বুধবার (২ জুন) দিবাগত রাতে উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের জামবাগান থেকে পুলিশ তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে হাতুড়ি, চাকু, লোহার রডসহ বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন-উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের সেতুনি পাড়ার নজির আহমদের ছেলে মো. আমিন, পূর্ব মরিচ্যার মো. হোসেনের ছেলে হেলাল উদ্দিন ও একই ইউনিয়নের জামবাগান এলাকার শাহ আলমের ছেলে মো. মিজান।
স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃতরা জামবাগান এলাকার রাস্তায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় উখিয়া থানার পুলিশ তাদের আটক করে।
তবে ডাকাত আটকের বিষয়ে উখিয়া থানার ওসি (তদন্ত) গাজী সালাহ উদ্দিন জানেন না বলে জানান।
বলরাম/আরবি