চট্টগ্রামের পুরোহিতদের নিয়ে শুরু ৯ দিনের প্রশিক্ষণ কর্মশালা

চট্টগ্রাম জেলার পুরোহিতদের ৯ দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল ১০টায় নগরের আমবাগান এলাকার মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম চট্টগ্রাম জেলা কার্যালয়ের সভাকক্ষে এ কর্মশালার উদ্বোধন করা হয়।

আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবায়েতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) এ আয়োজন করে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট।

আরও পড়ুন: ১৫ উপজেলার মঠ-মন্দিরের সেবায়েতদের ৯ দিনের প্রশিক্ষণ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি উত্তম কুমার শর্মার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার চক্রবর্ত্তী।

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) রুমা দত্তের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী প্রকল্প পরিচালক রিংকু কুমার শর্মা ও সাংবাদিক রুমন ভট্টাচার্য।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) সুকুমার দাশ।

পরে ২৫ জন পুরোহিতের হাতে শ্রীশ্রী চণ্ডী ও পুরোহিত দর্পণ তুলে দেন অতিথিরা।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!