৮ অক্টোবর থেকে চুনতির ঐতিহাসিক সীরাতুন্নবী (স.)—বাজেট ৩ কোটি 

মাওলানা শাহ হাফেজ আহমদ (র.) প্রকাশ শাহ সাহেব হুজুর প্রবর্তিত ঐতিহাসিক সীরাতুন্নবী (স.) মাহফিলের প্রস্তুতিসভা বুধবার (১৪ সেপ্টেম্বর) নগরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

সভায় ১৯ দিন ব্যাপী সীরাতুন্নবী (স.) মাহফিল আগামী ১১ রবিউল আউয়াল (৮ অক্টোবর) চুনতির সীরত ময়দান শাহ মনজিলে শুরু হওয়ার সিদ্ধান্ত হয়। এসময় তহবিল সংগ্রহ উপলক্ষে আমন্ত্রণপত্র, পোস্টার, স্টিকার ও রসিদ বই বিতরণ করা হয়।

এবারের মাহফিলের বাজেট ৩ কোটি টাকা নির্ধারণ করা হয়। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন মাহফিলের মোতোওয়াল্লী কমিটির সভাপতি মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ। এতে প্রধান অতিথি ছিলেন বরেণ্য আলেম সাতকানিয়া লোহাগাড়া আসনের সংসদ সদস্য ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ট্রাস্টি চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মু. নেজামুদ্দিন নদভী।

যাহেদুর রহমান ও আরিফুর রাব্বানীর সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন এএইচএম শাকিল। নাতে রাসুল (সা.) পরিবেশন করেন তামজিদুর রহমান ও মবরুর হোসাইন ছিদ্দিকী। উদ্বোধনী বক্তব্য রাখেন চুনতি আনজুমান ই ইখওয়ান তরিকতের খলিফা মূযায এবং চুনতি হাকিমিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী।

আরও পড়ুন: পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইফতার মাহফিল

হযরত শাহ সাহেব হুজুরের অলৌকিক ঘটনা প্রবাহের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন মাওলানা কাজী নাছির উদ্দিন। তহবিল সংগ্রহ নিয়ে মতামত ব্যক্ত করেন ডা. মাহমুদুর রহমান, চুনতি সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিনহাজুল আবরার, লোহাগাড়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম ইব্রাহিম কবির, আনজুমান এ তোলাবায়ে সাবেকীন চুনতি আলীয়া মাদ্রাসা সভাপতি মাওলানা মমতাজুর রহমান, তামাকুমুন্ডি লেইন বণিক সমিতির উপদেষ্টা ও সাতকানিয়ার সাবেক চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হক, মাহফিলের নির্বাহী কমিটির সদস্য ও মোবিলাইজেশন ফান্ড কোষাধ্যক্ষ কাজী আরিফুল ইসলাম, তৈয়বুল হক বেদার, মাহফিলের মোতোওয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক ও দেশব্যাপী পরিচালিত উপকমিটির প্রধান সমন্বয়ক মাওলানা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত, চট্টগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মুজাহিদ চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. এনামুল হক, চুনতি হাকিমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন, মোতোওয়াল্লী সদস্য এডিএম আব্দুল বাসেত দুলাল।

মঞ্চে ছিলেন মাহফিলের মোতোওয়াল্লী কমিটির সদস্য ইদ্রিস মিনহাজ, মাহবুবুল হক, আবদুল ওয়াহেদ খালেদ, অধ্যক্ষ প্রফেসর হামিদুল হোসেন ছিদ্দিকী, ব্যাংকিং বিশেষজ্ঞ ওয়াহিদুর রহমান বাচ্চু, চুনতি ইউনিয়ন চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু, সাবেক জেলা পরিষদ সদস্য আনোয়ার কামাল, চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের, টেরিবাজার বণিক সমিতির আহমদ হোসেন, কায়সার আলী চৌধুরী, রেয়াজউদ্দিন বাজার ব্যবসায়ী সমিতির জসিম উদ্দিন কবির, চিটাগাং শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোর্শেদ চৌধুরী, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ড. মোজাফফর নদভী ও আমীন নদভী।

সভায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখা প্রধান উপপুলিশ কমিশনার মনজুর মোর্শেদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ জানান মোতোওয়াল্লী কমিটির সদস্য ও নির্বাহী কমিটির প্রধান সমন্বয়ক মো. ইসমাঈল মানিক।

মাওলানা আবু দাউদ মো. শাহ শরীফের সুললিত কন্ঠে মিলাদ ও কিয়াম শেষে মুনাজাত পরিচালনা করেন খলিফা মূযায মাওলানা হাফিজুল হক নিজামী।

পরে ওয়াহিদুল হক, মাওলানা অলি উদ্দিন মোহাম্মদ, আবু হেনা টুটুল, মো. নাঈম নিমু, সাদুর রহমান, গণমাধ্যমকর্মী সাইফুর রহমান, আবদুল ওয়াহেদ সোহেল, শাহাদাত হোসেন ছিদ্দিকী, জাবেদ আব্বাস সিদ্দিকী ও সাইদুল হাসান মাশুকের সমন্বয়ে চুনতি এলাকার বয়সভিত্তিক ক্লাব সদস্যদের সহযোগিতায় তবারুক পরিবেশন করা হয়।

এসআর/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!