৬০ লাখ টাকার মাদক নিয়ে ইপিজেডে ঘুরছিল ৩ যুবক

নগরে ৬০ লাখ টাকা মূল্যের ২০ হাজার ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে ইপিজেড থানা পুলিশ।

সোমবার (১৭ জুলাই) রাত পৌনে ১০টার দিকে খেজুরতলা বেড়িবাঁধ গোলচত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়।

এদিকে আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলার পর আজ (বুধবার) সকালে আদালতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

আরও পড়ুন : জামিন পেয়ে পালানো মাদক কারবারির ১০ বছরের জেল

আটকরা হলেন- টেকনাফের উত্তর জালিয়াপাড়া এলাকার মৃত ফকির আহাম্মদের ছেলে মো. আলমগীর (৪০), ব্রিটিশপাড়া জাদি মোড়া এলাকার আমির হেসেনের ছেলে মো. ইরফান (২৫) ও আবুল খায়েরের ছেলে মো. আলী ওরফে মাহমুদুল হক (২৩)।

বিষয়টি নিশ্চিত করে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আব্দুল করিম আলোকিত চট্টগ্রামকে বলেন, গোপন সংবাদে সোমবার রাত পৌনে ১০টার দিকে খেজুরতলা বেড়িবাঁধ গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তিন যুবককে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব ইয়াবার বাজারমূল্য ৬০ লাখ টাকা।

ওসি আরও বলেন, আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলার পর আজ দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজাতে পাঠানো হয়েছে।

এনইউএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!