আরেফিন নগরে যুবকের কাছে ৫৮ কেজি গাঁজা

নগরের বায়েজিদ থানার আরেফিন নগর এলাকায় গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।

সোমবার (৩১ জানুয়ারি) তাকে আটক করা হয়। তার নাম মো. আবদুল্লাহ আল মামুন (২৩)। সে কুমিল্লা চৌদ্দগ্রাম থানার নারায়ণপুর ইউনিয়নের মো. দুলালের ছেলে।

এ সময় তার কাছ থেকে ৫৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সে দেশের সীমান্ত এলাকা থেকে মাদক কিনে চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় বিক্রি করতো। এসব মাদকের আনুমানিক মূল্য ১২ লাখ ৭৫ হাজার টাকা।

আরও পড়ুন : প্রাইভেট কারে ছিল ৪০ কেজি গাঁজা!

বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৭’র সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া মো. নুরুল আবছার।

র‌্যাব সূত্রে জানা যায়, ফেনী থেকে চট্টগ্রামে মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে নগরের বায়েজিদ বোস্তামী থানার আরেফিন রোড এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে আবদুল্লাহ আল মামুনকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা একটি পিকআপের পেছনের বডিতে তল্লাশি করে কৌশলে লুকানো ৫৮ কেজি গাঁজা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামুন দীর্ঘদিন ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদক কিনে তা ঢাকা, চট্টগ্রাম ও চাঁদপুরসহ দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি আসছিল বলে জানায়। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১২ লাখ ৭৫ হাজার টাকা।

আটক মাদককারবারিকে বায়েজিদ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

সিএম/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!