‘ভূমিকম্প নয়’ সামান্য বৃষ্টিতে মুহূর্তেই চুরমার ১৫০ ফুট সড়ক

টানা বর্ষণে ও পাহাড়ি ঢলে ধসে পড়েছে কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়ক। চার বছর আগে সড়কটি তৈরি করেছিল সড়ক ও জনপথ বিভাগ।

বুধবার (২৮ জুলাই) দুপুরে সড়কটির পানের ছড়ার রামু সড়ক অংশে ১৫০ ফুট এবং কক্সবাজার সদর সড়ক অংশে ৫০ ফুট ভেঙে গেছে। ফলে ঈদগাঁওয়ের সঙ্গে রামুর ঈদগড় ও নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

এতে মানুষ যেমন যাতায়াত করতে পারছেন না তেমনি ব্যবসায়ীরাও তাদের প্রয়োজনীয় কাজ সারতে পারছেন না।
স্থানীয়রা জানান, অতিবৃষ্টি ও স্রোতের কারণে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রয়োজনীয় কাজে মানুষ যাতায়াত করতে পারছে না। এমনকি ঈদগড় বাইশারীর পাহাড়ি এলাকায় উৎপাদিত সবজি ঈদগাঁও বাজারে সরবরাহ করা যাচ্ছে না।
ঈদগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহাম্মদ ভুট্টো বলেন, প্রায় ৩-৪ বছর আগে সড়কটি তৈরি করেছিল সওজ বিভাগ। বুধবার অতিবৃষ্টিতে ঈদগাঁও-ঈদগড় সড়কের পানের ছড়ার রামু সড়ক অংশে ১৫০ ফুট এবং কক্সবাজার সদর সড়ক অংশে ৫০ ফুট ভেঙে গেছে। ফলে গাড়ি চলাচলসহ মানুষের যাতায়াত ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এলাকাবাসীর সহায়তায় যোগাযোগ ও যাতায়াত সচল রাখার ব্যবস্থা করছি।

বলরাম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!