৪৫-এ থেমে গেলেন সাংবাদিক আজাদ তালুকদার, শোক

একুশে পত্রিকার সম্পাদক ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য আজাদ তালুকদার আর নেই।

মঙ্গলবার (১ আগস্ট) রাত পৌনে ৪টার দিকে রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর।

তিনি লিভার ক্যান্সারসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সাংবাদিক জোবায়েদ ইবনে শাহাদাত।

আজ (২ আগস্ট) বাদ জোহর চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে প্রথম, দুপুর আড়াইটায় চট্টগ্রাম প্রেসক্লাবে দ্বিতীয় ও রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া মদিনাতুল উলুম মাদ্রাসা মাঠে তৃতীয় জানাজার পর লাশ দাফন করার  কথা পারিবারিক সূত্রে জানা গেছে।

এদিকে সাংবাদিক আজাদ তালুকদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

এক শোকবার্তায় মন্ত্রী প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং পরিবারের শোকাহত সদস্যদের প্রতি সমবেদনা জানান।

এছাড়া তার মৃত্যুতে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!