৩ পদে ২৫ জনকে নিয়োগ দেবে বিমান বাংলাদেশ

তিনটি পদে ২৫ জনকে নিয়োগ দেবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ইতোমধ্যে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাষ্ট্রীয় এ সংস্থাটি। এসব পদে আবেদন করা যাবে আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত।

বোয়িং ৭৭৭ এর ক্যাপ্টেন পদে নেওয়া হবে ৬ জনকে। বেতন: আলোচনা সাপেক্ষে। যোগ্যতা চাওয়া হয়েছে— ১. বেবিচকের বৈধ পাইলট লাইসেন্সসহ প্রথম শ্রেণির মেডিকেল সার্টিফিকেট থাকতে হবে। ২. ছয় হাজার ঘণ্টা ফ্লাইং অভিজ্ঞতা থাকতে হবে। ৩. গত পাঁচ বছরে কোনো দুর্ঘটনার রেকর্ড থাকা যাবে না। ৪. ইংরেজি লিখতে ও বলতে জানতে হবে।

আরও পড়ুন: যৌতুক না নিলে চাকরি দিবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়

এছাড়া বোয়িং ৭৭৭ এর জন্য ফার্স্ট অফিসার নেবে ১৫ জন। বেতন: আলোচনা সাপেক্ষে। এ পদের জন্য যোগ্যতা চাওয়া হয়েছে— ১. বৈধ ফ্লাইং লাইসেন্সসহ প্রথম শ্রেণির মেডিকেল সার্টিফিকেট। ২. ন্যূনতম ২ হাজার ঘণ্টা ফ্লাইং অভিজ্ঞতা থাকতে হবে। ৩. গত পাঁচ বছরে কোনো দুর্ঘটনার রেকর্ড থাকা যাবে না। ৪. ইংরেজি লিখতে ও বলতে জানতে হবে।

বোয়িং ৭৩৭ এর জন্যও নেওয়া হবে ৪ জন ফার্স্ট অফিসার। বেতন: আলোচনা সাপেক্ষে। এ পদের জন্য যোগ্যতা চাওয়া হয়েছে— ১. বৈধ ফ্লাইং লাইসেন্সসহ প্রথম শ্রেণির মেডিকেল সার্টিফিকেট। ২. ন্যূনতম ১ হাজার ঘণ্টা ফ্লাইং অভিজ্ঞতা থাকতে হবে। ৩. গত পাঁচ বছরে কোনো দুর্ঘটনার রেকর্ড থাকা যাবে না। ৪. ইংরেজি লিখতে ও বলতে জানতে হবে।

আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ম্যানেজার রিক্রুটমেন্ট অ্যান্ড স্ট্যাফিং, বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড, বলাকা ভবন (দ্বিতীয় তলা), এইচএসআইএ, কুর্মিটোলা, ঢাকা-১২২৯।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!