৩ দিনেও ফেরানো যায়নি মায়ের কাছে, এখন যেখানে সেই বাচ্চা হাতি

বাঁশখালীতে পথ হারিয়ে লোকালয়ে চলে আসা প্রায় ২০ দিন বয়সী একটি বাচ্চা হাতি ঠাঁই হয়েছে বঙ্গবন্ধু সাফারি পার্কে ।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে শাবকটিকে পার্কে হস্তান্তর করে বন বিভাগ ও প্রাণিসম্পদ বিভাগ।

জানা যায়, গত তিনদিন ধরে সরল ইউনিয়নের পাহাড়ি জঙ্গল পাইরাং গ্রামে আসা এই বাচ্চা হাতিটিকে বনে মায়ের কাছে ফেরানোর চেষ্টা করেও ব্যর্থ হন বন বিভাগ ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা। এটিকে প্রাণিসম্পদ অধিদপ্তরের ডা. সুপন নন্দির তত্ত্বাবধানে প্রতিনিয়ত শারীরিক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়।

আরও পড়ুন : বাঁশখালীর বনে হাতির সামনে পড়া জীবনের জীবন গেল মুহূর্তেই

স্থানীয়রা জানায়, গত ১৬ অক্টোবর সরল ইউনিয়নের জঙ্গল পাইরাং পাহাডি গ্রামে ১৫ থেকে ২০ দিন বয়সী একটি বাচ্চা হাতি আসে। খবর পেয়ে বনরক্ষীরা শাবকটিকে উদ্ধার করে প্রয়োজনীয় খাদ্য ও চিকিৎসাসেবা দিয়ে পাহাড়ি এলাকায় নিবিড় পরিচর্যায় রাখে।

এ বিষয়ে বাঁশখালী জলদী অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ আলোকিত চট্টগ্রামকে বলেন, হাতির শাবকটি কাদামাটিতে আটকে পড়ে অসুস্থ হয়ে পড়েছে। গত তিনদিন ধরে দুধ, প্রাকৃতিক খাবার ও স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। শাবকটিকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া গেলে ভালো হতো। কিন্তু অনেক চেষ্টার পর সেটি সম্ভব না হওয়ায় আজ বিকেলে সাফারি পার্কে বুঝিয়ে দেওয়া হয়েছে।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!