দুভাইয়ের গ্রেপ্তারে সমাপ্তি হলো ৩২ পরোয়ানার গল্পের

৩২ পরোয়ানা নিয়ে দীর্ঘ ছয় বছর পালিয়ে থাকা আপন দুভাইকে অবশেষে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। তাদের গ্রেপ্তারের মাধ্যমে ৩২টি পরোয়ানার ইতি হলো।

বুধবার (২১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে গাজীপুর থেকে মো. জাফর ইকবাল খানকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যে পরদিন বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টায় কুমিল্লার লাঙ্গলকোট এলাকা থেকে বড় ভাই মো. মাজহার ইকবাল খানকেও গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: ৪০০০ কোটি টাকা মেরে ‘ধনীর দুলাল’ নুরজাহান গ্রুপের ২ মালিক, এবার ২৬৮ কোটি খেলাপির পরোয়ানা

পুলিশ জানায়, মো. মাজহার ইকবাল খান (৫০) ও ছোট ভাই মো. জাফর ইকবাল খান (৪০) মিলে জামালখান নবাব সিরাজুদ্দৌলা রোডে ‘ইকবাল সুইটস’ নামে মিষ্টির ব্যবসা করতেন। বাবা মো. ইকবাল খানা মারা যাওয়ার পর দিদার মার্কেটের বিপরীতে রেখে যাওয়া সম্পত্তিতে ১০তলার মাল্টিস্টোরেড ভবন নির্মাণ করার কথা জানিয়ে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ও লোকজনের কাছ থেকে কোটি টাকা ঋণ নেন দুভাই। এরপর ৮তলা ভবন নির্মাণের পর কাজ বন্ধ করে দেন। পাওনাদারদের চাপে ঋণ পরিশোধ করতে না পারা দুভাই পালিয়ে যান চট্টগ্রাম থেকে।

এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) জাহেদুল কবির আলোকিত চট্টগ্রামকে বলেন, মো. মাজহার ইকবাল খান ও মো. জাফর ইকবাল খানকে গ্রেপ্তারের মাধ্যমে ৩২টি পরোয়ানার ইতি টানা হলো।

ওসি আরও বলেন, বড় ভাই মো. মাজহার ইকবাল খানের বিরুদ্ধে ১৩টি সাজা ও ৬টি গ্রেপ্তারি পরোয়ানাসহ মোট ১৯টি পরোয়ানা রয়েছে। ছোট ভাই মো. জাফর ইকবাল খানের বিরুদ্ধে রয়েছে ৭টি সাজা ও ৬টি গ্রেপ্তারি পরোয়ানাসহ মোট ১৩ গ্রেপ্তারি পরোয়ানা। তাদের আজ (বৃহস্পতিবার) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এনইউএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!