২৭ বছর পর ধরা খেল খুনি অজয়

২৭ বছর পালিয়ে থাকার পর অবশেষে ধরা পড়ল খুনি অজয় রক্ষিত। চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার চাঞ্চল্যকর হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি তিনি।

নগরের ইপিজেড এলাকা থেকে রোববার (২৫ ফেব্রুয়ারি) তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৭।

গ্রেপ্তার অজয় রক্ষিত রাউজান থানার নোয়াপাড়া এলাকার শান্তি রক্ষিতের ছেলে।

আরও পড়ুন : ২৭ বছর পালিয়ে থাকার পাহাড়ি এলাকায় মিলল খুনি

র‌্যাব জানায়, কোতোয়ালী থানার মামলা নম্বর ০৭(১০)৯৭, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০-এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি অজয়। নগরের ইপিজেড থানার সিইপিজেড এলাকা থেকে রোববার তাকে গ্রেপ্তার করা হয়। পরে আসামিকে জিজ্ঞাসাবাদে সে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বলে স্বীকার করে। গ্রেপ্তার এড়াতে সে দীর্ঘ ২৭ বছর দেশের বিভিন্ন স্থানে লুকিয়ে ছিল।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তার আসামিকে রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!