২৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের সহায়তা

শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের উদ্যোগে করোনাকালীন সময়ে পিছিয়ে পড়া ২৬ শিক্ষা প্রতিষ্ঠানকে চেক দেওয়া হয়েছে।

শনিবার (২ এপ্রিল) নগরের চান্দগাঁওয়ে ট্রাস্ট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সবার জন্য শিক্ষা প্রকল্প-২০২২ এর আওতায় এ চেক বিতরণ করা হয়।

আরও পড়ুন: রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ

ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজবিজ্ঞানী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর হোসেন আহমেদ আরিফ ইলাহী।

উপস্থিত ছিলেন ট্রাস্টের সচিব অধ্যাপক এওয়াইএম জাফর ও ট্রাস্টের সমন্বয়ক অধ্যাপক জহুর উর আলম।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!