২৩ পাকিস্তানিকে জলদস্যুর কবল থেকে মুক্ত করল ভারত

২৩ জন পাকিস্তানিকে জলদস্যুর কবল থেকে উদ্ধার করেছে ভারতের নৌবাহিনী। আরব সাগরে জলদস্যুর কবলে পড়া ইরানি জাহাজে ছিলেন ওই ২৩ পাকিস্তানি।

গত ২৮ মার্চ ইরানি মাছ ধরার জাহাজ ‘আল-কাম্বার ৭৮৬’ জলদস্যুদের কবলে পড়ে। জাহাজটি ইয়েমেনের সকোত্রা দ্বীপ থেকে ৯০ নটিক্যাল মাইল দূরে ছিল। এতে উঠে পড়ে ৯ জন সশস্ত্র দস্যু।

এদিকে জাহাজটি থেকে বার্তা পায় আরব সাগরে থাকা ভারত নৌবাহিনীর দুজাহাজ– আইএনএস সুমেধা ও আইএনএস ত্রিশূল। এরপর তারা আক্রান্ত জাহাজটি উদ্ধারে অভিযান শুরু করে।

টানা ১২ ঘণ্টা ধরে চলে অভিযান। অবশেষে আত্মসমর্পণ করতে বাধ্য হয় জলদস্যুরা। এরপর ২৩ পাকিস্তানি ক্রু’কে উদ্ধার করা হয়।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!