২০ বছর পালিয়ে থাকা খুনি ফরহাদ অবশেষে র‌্যাবের জালে

চট্টগ্রাম রেলওয়ে কর্মচারী শফিউদ্দিন আহমদ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মাজহারুল ইসলাম ফরহাদকে (৪৩) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এ মামলায় ২০ বছর পলাতক ছিলেন তিনি।

রোববার (৭ মে) দুপুরে নগরের খুলশী থানার আমবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামি মাজহারুল ইসলাম নোয়ালখালীর সুধারাম উপজেলার পূর্ব এওজবালিয়া গ্রামের মো. মফিজ মিয়ার ছেলে।

সোমবার (৮ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) মো. নুরুল আবছার।

আরও পড়ুন: ৪৫০ টাকার জন্য খুন করে পালিয়ে যাওয়া খুনি র‌্যাবের জালে

র‌্যাব-৭ জানায়, ২০০৩ সালের ১৪ জুন খুলশীর আমবাগান এলাকার রেলওয়ে কলোনিতে রেল কর্মচারী শফিউদ্দিনকে হামলা করে মাজহারুল ইসলাম ফরহাদের নেতৃত্বে একদল দুষ্কৃতকারী। এসময় তাদের গুলিতে নিহত হন শফিউদ্দিন।

এ ঘটনায় মাজহারুলসহ আরও সাত-আটজনকে আসামি করে খুলশী থানায় মামলা করেন শফিউদ্দিনের স্ত্রী। মামলার পর মাজহারুল আত্মগোপনে চলে যান। পরে ওই মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

এ বিষয়ে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, মাজহারুল ইসলাম ফরহাদকে খুলশী থানার আমবাগান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দীর্ঘ ২০ বছর চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।

এনইউএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!