চট্টগ্রামে সাগরিকায় ১৫ শিল্প পুলিশের শরীরে রক্তের দাগ, শঙ্কায় ৫

ট্রেনিং ইনস্টিটিউট (প্যারেড) প্রশিক্ষণে যাওয়ার পথে সাগরিকা মোড়ে পুলিশ ভ্যান ও বাসের সংঘর্ষ হয়েছে। এতে শিল্প পুলিশের ১৫ সদস্য আহত হয়েছেন।

শনিবার (২১ মে) সকাল ৯টার দিকে উত্তর কাট্টলী মাঠে প্যারেড প্রশিক্ষণে যাওয়ার পথে সাগরিকা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ২৪, ২৬ ও ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এরমধ্যে ৫ জনের অবস্থা গুরুতর।

আরও পড়ুন: শিল্প পুলিশের ডিআইজি মাহবুবুর রহমান পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি নির্বাচিত

আহতদের মধ্যে ১৩ জনের নাম পাওয়া গেছে। তারা হলেন— শামীম হোসেন (২২), রিমি (২২), জসিম (২৩), মানিক (২৪), সজিব (২১), সালাউদ্দিন (২২), সৈকত (২২), মাহাবুল (২৬), জসিম (২৩), জান্নাত (২২), রুম্পা (২১), উইনপ্রু (২২) ও মাসুদ (২৩)।

ওয়ান ইন্ডাস্ট্রিয়াল পুলিশের উপপরিদর্শক (এসআই) মনির আলোকিত চট্টগ্রামকে বলেন, সকালে প্যারেড প্রশিক্ষণের জন্য পুলিশের একটি ভ্যান উত্তর কাট্টলি মাঠে যাচ্ছিল। পুলিশের বহনকারী ভ্যানটি সাগরিকা মোড়ে পৌঁছলে একটি বাস ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে শিল্প পুলিশের ১৫ সদস্য আহত হন।

তিনি আরও বলেন, তাদের দ্রুত উদ্ধার করে চমেক হাসপাতালের ২৪, ২৬ ও ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এরমধ্যে ৫ জনের অবস্থা গুরুতর।

এএইচ/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!