হালিশহরে রিক্রিয়েশন সেন্টার এন্ড কো-অপারেটিভের আড়ালে ক্যাসিনো

নগরের হালিশহরে রিক্রিয়েশন সেন্টার এন্ড কো-অপারেটিভ সোসাইটির আড়ালে চলছে ক্যাসিনো ও জুয়ার আসর। জমজমাট এমন আসর থেকে ৫৩ জুয়াড়িকে আটক করেছে র‌্যাব। এ সময় ক্যাসিনো ও জুয়া সামগ্রীসহ ৪ লাখ টাকা উদ্ধার করা হয়।

শনিবার (১১ জুন) রাত ১০টায় এ অভিযান চালায় র‌্যাব।

আরও পড়ুন: ১৫২ টাকা লিটারের সয়াবিন তেল ১৮০ টাকা, হালিশহরে দোকান সিলগালা

অভিযানে আটকরা হলেন— মো. ফেরদৌস আলম (৫৭), মো. দিদারুল আলম (৫০), মো. সাইফুল ইসলাম (৪১), মো. শাহাবুদ্দিন (৬২), মো. আবুল কালাম আজাদ (৬৬), মো. দেলোয়ার হোসেন (৪০), মো. আলা উদ্দিন (৫০), মো. শহিদ উল্লাহ (৪৭), মো. জাকির হোসেন (৫৩), মো. তাওহিদুল মাওলা (৫১), গিয়াস উদ্দিন মাহমুদ (৫৯), মো. সাইফুল ইসলাম (৫২), মো. আব্দুস সালাম (৭২), মো. জাকির হোসেন (৬৪), মোসাদ্দেক (৫৮), সুধীর দাস (৭২), নোমান (৪৮), কাজী মো. জাকারিয়া (৫৬), মো. নজরুল ইসলাম (৫৮), মো. সাইফুল আজম (৪২), মো. ফজলুল করিম (৫৪), মাহফুজজুর রহমান (৪৫), মো. হেলাল উদ্দিন (৬০), মো. বাবু (২৭), মো. শামসুল ইসলাম (৫৩), উৎপল চৌধুরী (৪৬), রবি শংকর (৪৩), মো. জসিম (৩৭), মো. সোহরাফ হোসেন (৪২), কাজী মোজাহিদুল ইসলাম নওশাদ (৫২), মহিউদুল্লা কাজল (৫৭), মো. আরিফুল ইসলাম (৪২), মো. ওহিদুর রহমান (৬৩), মো. আমিরুল ইসলাম (৬২), গোলাম রসুল (৬২), আব্দুর রশিদ (৪৭), মো. নুরুল ইসলাম (৬৪), মাহবুব নবী চৌধুরী (৫৭), মো. ফরিদ (৪২), আব্দুর শুক্কুর (৫৫), মো. আবুল হাসান (৩২), মো. শহীদুল ইসলাম সাগর (২৪), মো. সুমন চৌধুরী (৩৫), মো. জাহাঙ্গীর আলম (৫০), মো. ওমর ফারুক (৫২), মো. সোহাগ (১৯), মো. জসীম (২৩), মো. জাহাঙ্গীর আলম (৫৭), মো. রফিকুল হাসান (৩৯), আশীষ গুহ (৫৫), মো. রেজাউল মাওলা (৪২), মো. মনির আহম্মদ চৌধুরী (৬৫) ও মো. মঞ্জুর আলম (৫৮)।

আরও পড়ুন: কুমিল্লায় পাওয়া গেল হালিশহরের মোটরসাইকেল, নেপথ্যে ২ যুবক

র‌্যাব জানায়, নগরের হালিশহর থানার পোর্ট কানেকটিং রোডের হালিশহর মার্টের উত্তরে নবাব টাওয়ারের তৃতীয় তলায় অবস্থিত রিক্রিয়েশন সেন্টার এন্ড কো-অপারেটিভ সোসাইটি। সেখানে ক্যাসিনো ও জুয়া খেলার গোপন সংবাদে অভিযান চালিয়ে ৫৩ জনকে আটক করা হয়। আটকের পর তাদের হালিশহর থানায় হস্তান্তর করা হয়।

সিএম/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!