কুমিল্লায় পাওয়া গেল হালিশহরের মোটরসাইকেল, নেপথ্যে ২ যুবক

নগরের হালিশহর এলাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল কুমিল্লা থেকে উদ্ধার করা হয়েছে।

শনিবার (৬ নভেম্বর) নাঙ্গলকোট এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে হালিশহর থানা পুলিশ। এর আগে মো. মেহেদি হাসান মুন্না (২১) ও মো. নাঈম (১৮) নামের দুই যুবককে আটক করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৪ অক্টোবর রাতে হালিশহর বড়পুলের নতুনপাড়া ঠাণ্ডা মিয়ার গলি এলাকার ইসমাইল সর্দারের বাড়ি থেকে মোটরসাইকেলটি চুরি হয়। গত ৫ নভেম্বর এ ব্যাপারে হালিশহর থানায় অভিযোগ দেওয়া হয়। অভিযোগের পর দুজনকে আটক করে পুলিশ। পরে তাদের স্বীকারোক্তি মতে কুমিল্লার নাঙ্গলকোট এলাকা থেকে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন: মোটরসাইকেল চুরি—আনোয়ারায়, পুলিশ পেল চকরিয়ায়

পুলিশের জিজ্ঞাসাবাদে আটক আসামিরা জানায়, তারা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম থেকে চুরি করা মোটরসাইকেল কক্সবাজার ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করতেন।

এ বিষয়ে হালিশহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান চৌধুরী আলোকিত চট্টগ্রামকে বলেন, নিজাম নামের এক ব্যক্তির মোটরসাইকেল বাসা থেকে চুরি হয়। থানায় অভিযোগের পর জড়িত দুজনকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মতে কুমিল্লা থেকে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করি। আটকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সিএম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!