হাটহাজারীতে সিঙ্গার থেকে মদিনা, জরিমানার জালে ১৩ প্রতিষ্ঠান

হাটহাজারীতে বিদ্যুৎ সাশ্রয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১৩ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (২০ আগস্ট) রাত ৮টার পর সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রায়হানের নেতেৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানে হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকার সিঙ্গার শোরুমকে ২ হাজার টাকা, ১১ মাইল এলাকার মদিনা ফার্নিচারকে ১ হাজার টাকা, ২নং গেট এলাকার আঞ্জুমান টেলিকমকে ১ হাজার টাকা এবং দলিল লেখক অফিসকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ফতেয়াবাদ তাকওয়া ইলেকট্রনিক্সকে ২ হাজার টাকা, চৌধুরীহাট হোসেন ক্রোকারিজকে ২ হাজার টাকা, কামাল স্টোরকে ১ হাজার টাকা, বড়দিঘীরপাড় আলী মটরসকে ১ হাজার টাকা, আমান বাজার এলাকার মায়াবী ফ্যাশনকে ২ হাজার টাকা, জে ই টেলিকমকে ২ হাজার টাকা এবং জাহান স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার আবু রায়হান বলেন, বিদ্যুৎ সাশ্রয়ে হাটহাজারী উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে। আজকের অভিযানে উপজেলার বিভিন্ন এলাকায় ১৩ প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।

সিএম/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!