চট্টগ্রামে ঝোপের মধ্যে হঠাৎ কেঁদে উঠল শিশু

নগরে চার বছর বয়সী মানসিক প্রতিবন্ধী এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ মে) দুপুর তিনটায় দেওয়ানহাট ব্রিজের নিচ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দেওয়ানহাট ব্রিজ দিয়ে হেঁটে যাওয়ার সময় ঝোপের মধ্যে এক শিশুর কান্নার শুনতে পান পথচারী আব্দুর রাজ্জাক মিলন ও মো. সুমন। পরে তারা টাইগারপাস পুলিশ বক্সের ইনচার্জ এএসআই আজিজুল ইসলামকে জানান। তিনি এএসআই আজিজুল ইসলাম ও কর্মরত টহল পুলিশের সহযোগিতায় ওই শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

আর পড়ুন : বেশি ওজনের শিশু বাড়ছে

এ বিষয়ে জানতে চাইলে টাইগারপাস পুলিশ বক্সের ইনচার্জ এএসআই আজিজুল ইসলাম আলোকিত চট্টগ্রামকে বলেন, দুজন পথচারী বিষয়টি জানালে আমি টহল পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করি এবং চমেক হাসপাতালে পাঠাই।

যোগাযোগ করা হলে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, উদ্ধার করা শিশুকে শারীরিক অসুস্থ মনে হওয়ায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির মধ্যে মানসিক প্রতিবন্ধীর লক্ষণ রয়েছে। শিশুটি হাসপাতালে সমাজসেবা অফিসারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছে।

এআইটি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!