স্কুলছাত্রীকে ইভটিজিং করতে গিয়ে ধরা খেল যুবক

রাউজানে স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে নাসের (২০)  নামের এক যুবককে আটক করে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পরে মুচলেকায় অভিভাবকের জিম্মায় তাকে মুক্তি দেওয়া হয়। 

সোমবার (৩০ মে) পশ্চিম গুজরা শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে বাড়ি ফেরার পথে ইভিটিজিং করে অভিযুক্ত নাসের । সে পশ্চিম গুজরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইসলামপুর এলাকার মনির উদ্দিনের ছেলে। 

আরও পড়ুন: ‘ইভটিজিং’—রাতের আঁধারে লম্বা নাছির গ্রুপের তাণ্ডব, রক্তাক্ত ৩

মঙ্গলবার (৩১ মে) সকালে স্থানীয় মেম্বার ও এলাকার লোকজন ইভটিজিংয়ের অভিযোগে নাসেরকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। 

এরপর পুলিশ নাসেরকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতিশ দর্শী চাকমার আদালতে সোপর্দ করেন । 

এ বিষয়ে রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অতিশ দর্শী চাকমা আলোকিত চট্টগ্রামকে বলেন,  ইভিটিজিংয়ের অভিযোগে আটক নাসেরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ আর করবে না মর্মে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় মুক্তি দেওয়া হয়।

শফি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!