স্কয়ারের কাভার্ডভ্যান—ঈগল বাস মুখোমুখি, নারীসহ মুহূর্তেই লাশ ৩

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় স্কয়ার ফার্মার কাভার্ডভ্যান ও যাত্রীবাহী ঈগল পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে এক নারীসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ১০ যাত্রী।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের আরএফএল ডিপোর সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— রুবিতা আক্তার (২৬), বশির মিয়া (৩৫) ও আব্দুল শুক্কুর (৪১। আহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি চিরিংগা হাইওয়ে পুলিশ।

চিরিংগা হাইওয়ে পুলিশের এএসআই দিদার আলোকিত চট্টগ্রামকে বলেন, বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম থেকে যাত্রীবাহী ঈগল পরিবহনের বাসটি চট্টগ্রাম যাচ্ছিল। পথিমধ্যে চট্টগ্রামের দিক থেকে আসা স্কয়ার ফার্মার একটি পণ্যবাহী কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক নারীসহ তিনজন নিহত হন। আহত হন বাসের অন্তত দশ যাত্রী। তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। আহতদের চিকিৎসা চলছে।

পরিদর্শক (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, নিহতদের পরিবারকে খবর পাঠানো হয়েছে। আহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। দূঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

এমকেডি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!