সেজান জুস কারখানায় আগুনে পোড়া লাশের মিছিল

নারায়ণগঞ্জে সেজান জুস কারখানা থেকে ৪০টি লাশ উদ্ধার করা হয়েছে। রূপগঞ্জ উপজেলার হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ওই কারখানায় অগ্নিকাণ্ডে প্রায় অর্ধশত ব্যক্তির মৃত্যুর আশঙ্কা করছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (৯ জুলাই) দুপুরে ময়নাতদন্তের জন্য লাশগুলো ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

এরআগে বৃহস্পতিবার (৮ জুলাই) বিকাল সাড়ে পাঁচটার দিকে ওই কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট দীর্ঘ প্রায় ২০ ঘণ্টার চেষ্টায় শুক্রবার দুপুরের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের পর থেকেই নিখোঁজ শ্রমিকদের জন্য স্বজনরা ফ্যাক্টরির সামনে অপেক্ষা করছিলেন। এদিকে আগুন নিয়ন্ত্রণে দীর্ঘ সময় লাগায় স্থানীয়রা কারখানায় হামলাও চালায়।

এ ব্যাপারে পরে ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

জেডএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!