সৃষ্টির ইতিহাসে দ্রোহ শোক প্রতিরোধ ও গৌরবের প্রতিশব্দ বাংলাদেশ

বাঙালির স্বাধীনতার মাস ঐতিহাসিক মার্চের প্রথম দিনে ‘স্বাধীনতাবিরোধী অপশক্তিকে প্রতিরোধের দৃঢ় প্রত্যয়’ শীর্ষক আলোচনা সভা করেছে চট্টগ্রাম জেলা ও মহানগর সেক্টর কমান্ডারস ফোরাম। মঙ্গলবার (১ মার্চ) বিকেলে সংগঠনের মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টু এতে সভাপতিত্ব করেন।

সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার ও চট্টগ্রাম মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরী বাবুল। জেলা সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জাহিদ হোসেন শরীফ, বীর মুক্তিযোদ্ধা গৌরী শংকর চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা খায়ের আহমেদ।

আরও পড়ুন: সাংবাদিক আহমেদ কুতুবের মতো মুক্তিযোদ্ধার সন্তানদের এগিয়ে আসতে হবে : ইঞ্জিনিয়ার মোশাররফ

জেলা ও নগর নেতাদের মধ্যে বক্তব্য রাখেন- মো. সেলিম চৌধুরী, অ্যাডভোকেট সাইফুন নাহার খুশি, আব্দুল মালেক খান, ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, ডা. ফজলুল হক সিদ্দিকী, মঈনুল আলম খান, নাজিম উদ্দিন, পংকজ রায়, মো. কামাল উদ্দিন, নবী হোসেন সালাউদ্দিন, শীলা চৌধুরী, ফারজানা মিলা, রাজীব চন্দ ও সোহেল ইকবাল।

সভায় বক্তারা বলেন, একাত্তরের উত্তাল দিনগুলোতে বীর বাঙালির সামষ্টিক গল্পগাঁথা নিয়ে প্রতিবছরই ফিরে আসে অন্তর্নিহিত শক্তির উৎস অগ্নিঝরা মার্চ মাস। সূবর্ণজয়ন্তীর উপাখ্যান রচনার প্রত্যয় নিয়ে বাংলাদেশের জন্মের অর্ধশতক পেরিয়েও সমান উদ্দীপক বাঙালির আত্মত্যাগের মহিমান্বিত এই মাস।

জাতির জনকের কালজয়ী নেতৃত্বে বাংলাদেশ সৃষ্টির ইতিহাসে দ্রোহ, শোক, প্রতিরোধ ও গৌরবের প্রতিশব্দ। সভায় বক্তারা বাংলাদেশের স্বাধীনতার চিহ্নিত শত্রু ও তাদের দোসর অপশক্তির যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!