সীতাকুণ্ডে ফাইজারের টিকা পেল ৩ স্কুলের ২১৮৮ শিক্ষার্থী

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ থেকে ১৮ বছর বয়সী স্কুলশিক্ষার্থীদের কোভিড টিকা দেওয়া শুরু হয়েছে।

শনিবার (৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে এই টিকা কার্যক্রম শুরু হয়।

এদিন উপজেলার সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়, সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয় ও সাদেক মস্তান (রহ.) উচ্চ বিদ্যালয়ের ২ হাজার ১৮৮ জন শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়া হয়।।

টিকা কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য দিদারুল আলম।

আরও পড়ুন : সীতাকুণ্ডের সবজি : ভোক্তার হাতে আসতেই যেভাবে দাম হয়ে যায় দ্বিগুণ

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বহু উন্নত দেশের আগেই বাংলাদেশের মানুষ কোভিড টিকা পেয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা অফিস এই টিকা কার্যক্রম বাস্তবায়নে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। তাদের আন্তরিকতায় অল্প সময়ে উপজেলার সকল শিক্ষার্থী টিকার আওতায় আসবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন।

এতে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা আলম সরকার, সীতাকুণ্ড প্রেস ক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী এবং যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহ আলম।

এছাড়া শিক্ষক সমিতির নেতারা এবং বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা এতে উপস্থিত ছিলেন।

সালাউদ্দিন/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!