সাতসকালে হালদায় ৩ ঘণ্টার অভিযান, উদ্ধার হলো ২০ হাজার মিটার ঘেরা জাল

চট্টগ্রামের হালদা নদীর বিভিন্ন পয়েন্টে নৌ-পুলিশের যৌথ অভিযানে ২০ হাজার মিটার অবৈধ ঘেরা জাল ও মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত হালদা নদীর নোয়াপাড়া, ছায়াচর, উত্তর মোহরা, কদুরখিল, হালদার মোহনা ও কচুখাইন এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ ঘেরা জাল জব্দ করা হয়।

আরও পড়ুন: হালদায় অভিযানে ফের উদ্ধার ১০ হাজার মিটার জাল

নৌ-পুলিশ সূত্রে জানা যায়, হালদা নদীর অস্থায়ী নৌ-পুলিশ ক্যাম্প ও সদরঘাট নৌ থানার যৌথ উদ্যোগে ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত হালদা নদীর নোয়াপাড়া, ছায়ারচর ও উত্তর মোহরা এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার মিটারের ৮টি অবৈধ ঘেরা জাল জব্দ করা হয়। একই অভিযানে হালদা নদীর মোহনায়, কদুরখিল ও কচুখাইন এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার মিটারের ১২টি অবৈধ ঘেরা জালসহ মোট ২০ হাজার মিটার ঘেরা জাল জব্দ করা হয়।

হালদা নদীর অস্থায়ী নৌ-পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. এনামুল হক বলেন, হালদা নদীর অস্থায়ী নৌ-পুলিশ ও সদরঘাট নৌ পুলিশের যৌথ উদ্যোগে হাদলা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ২০ হাজার মিটার অবৈধ ঘেরা জাল জব্দ করা হয়েছে। হালদা নদীতে আমাদের নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।

এএইচ/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!