সাতকানিয়ার হিন্দুপাড়ায় হঠাৎ আগুনে ২ ঘর ছাই

সাতকানিয়ায় আগুনে ২ বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

শুক্রবার (২০ জানুয়ারি) রাত আনুমানিক সোয়া ১টার দিকে নলুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হিন্দুপাড়ায় এ ঘটনা ঘটে।

এদিকে খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগুনে দুবাড়ির সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন- সাধন দাশ ও মদন মোহন দাশ ।

এদিকে আগুনে ৫০ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। তবে ফায়ার সার্ভিস বলছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সূত্রপাত হওয়া এ আগুনে ক্ষতির পরিমাণ আনুমানিক ৩ লাখ টাকা।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকের ছেলে অসীম কান্তি দাশ বলেন, আগুনে ১০ ভরি স্বর্নালংকার, নগদ আনুমানিক ২ লাখ টাকা, গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ ৫০ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. হুমায়ুন বলেন, দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। প্রাথমিকভাবে ধারনা করছি আগুনে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে।

ডিএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!