সবজি খেতের সঙ্গে ‘শত্রুতা’

রাউজান উপজেলার ২ নম্বর ডাবুয়া ইউনিয়নের কলমপতি গ্রামের দরিদ্র কৃষক সেলিম উদ্দিন ধান ও সবজি খেতের চাষাবাদ করে জীবিকা নির্বাহ করেন। তিনি বাড়ির উত্তর পাশে ৮ শতক জমিতে বরবটির চাষাবাদ করেন। ফলনও হয়েছে ভালো।

শনিবার (১০ জুলাই) ভোররাতে কে বা কারা খেতের গাছ কেটে উপড়ে ফেলে দেয়। সকালে সেলিম খেতে গিয়ে এসব দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন ।

কৃষক সেলিম বলেন, ‘গত কয়েকদিন পূর্বে প্রতিবেশি হাসান বানুর গরু আমার খেতের বরবটি খেয়ে ক্ষতিসাধন করলে বিষয়টি তাকে জানাতে গেলে এ সময় হাসানবানুর পুত্র মুছা বাঁশের লাঠি হাতে আমাকে মারার জন্যে ছুটে আসেন। এসময় আশপাশের লোকজনে এসে আমাকে রক্ষা করেন।’

এদিকে ঘটনার পর হাসান বানু কৃষক সেলিমের বিরুদ্ধে ডাবুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর মারধরের অভিযোগ করেন ।

অভিযোগের পর চেয়ারম্যান আবদুল রহমান চৌধুরী উভয়পক্ষকে ইউনিয়ন পরিষদে উপস্থিত হতে বলেন। তবে কৃষক সেলিম উপস্থিত হলেও অভিযোগকারী হাসানবানু এদিন উপস্থিত হননি ।

কৃষক সেলিম বলেন, হাসানবানু ও তার ছেলে মুছা রাতে আমার খেতের ক্ষতিসাধন করেছে। বিষয়টি চেয়ারম্যান ও স্থানীয় মেম্বারকে জানানো হয়েছে।

শফিউল/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!