সদরঘাটে জাহাজের ইঞ্জিন ঠিক করতে গিয়ে ইঞ্জিনিয়ার নিহত

নগরের সদরঘাটে জাহাজের ইঞ্জিন মেরামত করার সময় বিদ্যুৎপৃষ্টে ইমাম হোসেন (২৮) নামে এক ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ জুন) বেলা ১২টার দিকে সদরঘাট বাংলা বাজার জাহাজ ঘাটে ‘ওটি পলিকন পার্লস লিমিটেড’ নামে মিনি জাহাজের ইঞ্জিনের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইঞ্জিনিয়ার মো. ইমাম হোসেন (২৮) ফটিকছড়ি থানার রহমতপুর ইউনুস ভান্ডারি বাড়ির মো. ইউনুসের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কর্ণফুলী নদীর সদরঘাট বাংলা বাজার জাহাজ ঘাটে ইঞ্জিনের ত্রুটি হওয়ায় ‘ওটি পলিকন পার্লস লিমিটেড’ নামে একটি মিনি জাহাজ নোঙর করে। আজ (সোমবার) বেলা ১২টার দিকে ইঞ্জিন মেরামত করতে আসেন ইঞ্জিনিয়ার ইমাম হোসেন। ইঞ্জিনের কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: হঠাৎ বদলি হাটহাজারী থানার সেই ওসি রফিক, যেতে হবে সিআইডিতে

বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান আলোকিত চট্টগ্রামকে বলেন, সদরঘাট বাংলা জাহাজ ঘাটে জাহাজের ইঞ্জিনের কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হন ইমাম হোসেন নামে এক ইঞ্জিনিয়ার। পরে বেলা ১২ টা ৫০ মিনিটের দিকে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ মর্গে রয়েছে। আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।

এএইচ/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!