হাটহাজারীতে দুই অটোরিকশার সংঘর্ষে ‘লাশ’ নারী, পরিচয় মিলেনি

হাটহাজারীতে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় মিলেনি।

শুক্রবার (১৫ এপ্রিল বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার চারিয়া বোর্ড স্কুল ইজতেমা মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লাশ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) মর্গে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারহাট থেকে অটোরিকশায় বাস স্টেশন আসার পথে চারিয়া বোর্ড স্কুলের সামনে ইজতেমা মাঠ এলাকায় দুই অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান ওই নারী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: দিনদুপুরে পা পিছলে লাশ যুবক

হাসপাতালে নিয়ে আসা মো. শহিদুল ইসলামের বরাত দিয়ে পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান আলোকিত চট্টগ্রামকে বলেন, চারিয়া বোর্ড স্কুল ইজতেমা মাঠের সামনে অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত এক নারীকে স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, নিহতের লাশ চমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতের বয়স আনুমানিক ৬০ বছর।

সিএম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!