বাংলাদেশের অগ্রগতিতে ঈর্ষান্বিত মুক্তিযুদ্ধের বিরোধীরা ষড়যন্ত্রে লিপ্ত : ড. অনুপম সেন

একুশে পদকপ্রাপ্ত ও সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন বলেছেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় দেশি-বিদেশি শক্তি যারা বাংলাদেশের বিরোধিতা করেছিল তারা আজও বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধিতে ঈর্ষান্বিত হয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত।

বুধবার (৪ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম জেলা ও মহানগর সেক্টর কমান্ডারস ফোরামের নেতাদের সঙ্গে মতবিনিময়ে তিনি একথা বলেন।

এর আগে আওয়ামী লীগের উপদেষ্টা পদে পুনরায় মনোনীত হওয়ায় ড. অনুপম সেনকে সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।

ড. সেন বলেন, যেকোনো ধর্মের উগ্রপন্থীরা সমাজ প্রগতির অন্তরায়। তাদের উত্থান উদার গণতান্ত্রিক মানবিক রাষ্ট্রের জন‍্য বড় হুমকি। ওরা নতুন প্রজন্মকে বিভ্রান্ত করার হীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে প্রকাশ‍্যে ও গোপনে। মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনায় জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শিক পথে নতুন প্রজন্মকে দীক্ষিত করে এগিয়ে যেতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক বেদারুল আলম চৌধুরী বেদার, চট্টগ্রাম জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টু, চট্টগ্রাম মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরী বাবুল, জেলার সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী, মহানগর সম্পাদক সেলিম চৌধুরী ও আশরাফ খান।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!