শোক দিবসে লালখানবাজার আওয়ামী লীগের নানা কর্মসূচি

১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১৪ নম্বর লালখানবাজার ওয়ার্ড আওয়ামী লীগ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল- খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভা।

খুলশী থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মমিনুল হক মোমিনের সভাপতিত্বে ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু নিহত হওয়ার পর গোটা বিশ্বে নেমে এসেছিল শোকের ছায়া। হত্যাকারীদের প্রতি ছড়িয়ে পড়েছিল ঘৃণার বিষবাষ্প। পশ্চিম জার্মানির নেতা নোবেল পুরস্কার বিজয়ী উইলি ব্রানডিট বলেছিলেন, ‘মুজিবকে হত্যার পর বাঙালিদের আর বিশ্বাস করা যায় না। যে বাঙালি শেখ মুজিবকে হত্যা করতে পারে, তারা যে কোনো জঘন্য কাজও করতে পারে।’

আরও পড়ুন: শোক দিবসে শ্রমিকলীগ নেতাকে ‘পিটিয়ে রক্তাক্ত’ করলেন ইউপি চেয়ারম্যান

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী যুবলীগের সদস্য তৌহিদ আজিজ, চট্টগ্রাম মহানগর আওয়ামী মহিলা যুবলীগের আহ্বায়ক সাইরা বানু রশ্মি, ঢেবারপার ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর দে, লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য আব্দুল্লাহ হাসান পিকু, কাজী মো. হারুনুর রশীদ, মো আব্দুর রশিদ, আমিনুল ইসলাম, আকবর আলী, মো আব্দুর সাত্তার , সিরাজুল ইসলাম, আনিসুর রহমান চৌধুরী, শাহজাহান লিটন, এনামুল বকুল, কামরুল ইসলাম, আবুল হাসনাত, রফিক সওদাগর, মাহবুবুল হক স্বপন, আমিন বিন আব্দুল্লাহ, জাইদুল কবির নিপু , দিদারুল আলম দুলু, সোহেল খান, মো. হারুন, মোরশেদ আকবর।

আরও পড়ুন: শোক দিবসে সেক্টর কমান্ডারস ফোরামের দিনব্যাপী কর্মসূচি

আরও উপস্থিত ছিলেন মহিলা নেত্রী আনোয়ারা বেগম, রাবেয়া বেগম, রাশেদা বেগম, লালখান বাজার ওয়ার্ড আওয়ামী যুবলীগ নেতা মাইনুদ্দিন হানিফ, ইউসুফ খান, মো. শরীফ, শামীম আহসান, মো. সুমন, সাখাওয়াত হোসেন শাওন, আল আমিন, খলিলুর রহমান বাপ্পি, খায়ের, মারুফ, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ আবুল হোসেন, হৃদয়, রাব্বী হোসেন শিপন, মো তুষার মইনুল হোসেন, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আহ্বায়ক মিসকাতুল কবির, যুগ্ম আহবায়ক হাসনাইন মনজুর, ছাত্রলীগ নেতা ফয়সাল আহমেদ, আলী আরমান, তানভীর মুক্তাদির, নওশাদ রহমান, আশরাফুজ্জামান বাবু, সুজন, সাইফুল ইসলাম সুজন।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!