শোক দিবসেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন

খাগড়াছড়িতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ প্রাঙ্গনে অবস্থিত ম্যুরালটি উদ্বোধন করেন তিন পার্বত্য জেলার মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা।

ম্যুরালের একপাশে স্থাপন করা হয়েছে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাসনের ছবিসহ মুক্তিযুদ্ধের বিভিন্ন ছবি এবং অপর পাশে স্থাপন করা হয়েছে ৭ জন বীর শ্রেষ্ঠের প্রতিকৃতি।

আরও পড়ুন: বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক—পররাষ্ট্রমন্ত্রী সকাশে আবদুল কাদের মিয়া

উদ্বোধনের পরপর ম্যুরালে পুস্পস্তবক অর্পন করেন প্রধান অতিথি তিন পার্বত্য জেলার মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামাল উদ্দিন ও নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের প্রধান শিক্ষক রুশদীনা আখতার জাহান।

অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল সাইফুল ইসলাম সুমন, খাগড়াছড়ি রিজিয়নের ব্রিগেড মেজর আবুল হাসানাত ও জিটুআই মেজর জাহিদ হাসান।

এএইচ/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!