চট্টগ্রামে করোনা : শূন্যের রেকর্ড ভাঙল জোড়া আঘাতে

চট্টগ্রামে করোনায় জোড়া আঘাতে ভেঙেছে শূন্যের রেকর্ড। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে দুজন। আক্রান্ত দুজনই নগরের বাসিন্দা। তবে এদিন উপজেলায় কোনো করোনা রোগী পাওয়া যায়নি।

এর আগে টানা দুদিন চট্টগ্রামের কোথাও কোনো করোনা রোগী ছিল না। গত ২৪ ঘণ্টার চিত্রটাও এমন হতে পারতো। কিন্তু হয়নি। মূলত নগরে জোড়া আঘাতের কারণেই ভেঙেছে শূন্যের রেকর্ড।

আরও পড়ুন: চট্টগ্রামে করোনা : শূন্যের রেকর্ড চলছেই

সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩০৬ নমুনা পরীক্ষায় দুজনের করোনা শনাক্ত হয়। তবে কোথাও নেই কোনো আহাজারি। পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ০ দশমিক ৬৫ শতাংশ।

বুধবার (৬ এপ্রিল) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। এদিন ১১টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

আরও পড়ুন: চট্টগ্রামে করোনায় আবার শূন্যের রেকর্ড

এখন পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৬৩১ জন। এর মধ্যে ৯২ হাজার ৯৩ জন নগরের এবং ৩৪ হাজার ৫৩৮ জন উপজেলার। মোট মৃত্যু ১ হাজার ৩৬২। এর মধ্যে নগরের ৭৩৪ জন এবং উপজেলার ৬২৮ জন।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!