শীতে কাঁপছে চট্টগ্রাম

শীতে কাঁপছে চট্টগ্রাম। শৈত্যপ্রবাহ চলছে চট্টগ্রামে। আজই (২৩ জানুয়ারি) প্রথম দেশের বিভিন্ন অঞ্চলে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ।

আবহাওয়া অধিদপ্তর বলছে, গত ডিসেম্বরে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল। তবে জানুয়ারির শুরু থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে শীত বাড়তে শুরু করেছে। এর মধ্যে বেশকিছু স্থানে কয়েক দফায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে।

এদিকে সোমবার (২২ জানুয়ারি) দেশের ২১ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে গেছে। আজই (২২ জানুয়ারি)
প্রথম দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়া অফিস বলছে, আগামীকালও (২৪ জানুয়ারি) দেশের বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহ বয়ে যাবে। তবে তা মাঝারি না হয়ে মৃদু হতে পারে।

প্রসঙ্গত, তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নামলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামলে তা মাঝারি শৈত্যপ্রবাহ। ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলো তীব্র শৈত্যপ্রবাহ।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!