শিকড় ফাউণ্ডেশেনের আয়োজন ‘অপারেশন জ্যাকপট’

মহান মুক্তিযুদ্ধে সফল অভিযান ‘অপারেশন জ্যাকপট’ নিয়ে আলোচনা সভা হয়েছে।

শনিবার (২২ জুলাই) দুপুর ৩টায় বন্দর স্কুল ও কলেজ সংলগ্ন শহীদ মো. ফজলুর রহমান মুন্সী অডিটোরিয়ামে এ সভার আয়োজন করে শিকড় ফাউন্ডেশন বাংলাদেশ।

সংগঠন সভাপতি আব্দুল মালিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমডোর এ ডব্লিউ চৌধুরী, বীর উত্তম, বীর বিক্রম।

এসময় প্রধান অতিথি কমডোর এ ডব্লিউ চৌধুরী বলেন, আমি মারা গেলে কেউ দায়ী নয়। সেইরকম দলিলে স্বাক্ষর করে মৃত্যুকে আলিঙ্গন করতে গিয়েছিলাম।

আরও পড়ুন : ২২ জুলাই শিকড় ফাউন্ডেশনের আয়োজন ‘অপারেশন জ্যাকপট’

সভায় প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান।

বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবু সাইদ সরদার, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, মো. ইলিয়াস, মো. আলী ও বন্দর সিবিএর সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক।

এতে ২১ জন বীর মুক্তিযোদ্ধা নৌ কমান্ডোকে সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হয়। সভায় বন্দর কলেজ, বেপজা কলেজ, বিএন কলেজ, সিটি করপোরেশন মহিলা কলেজের শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন।

শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান ও বিটু শীল।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!